
নিজস্ব প্রতিনিধিঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ছবি অবমাননা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে রাজশাহী মহানগর কৃষক দলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন নেতাকর্মীরা। মিছিল নিয়ে তারা সোনদিঘির মোড় হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি হয়ে পুণরায় পর্টি অফিসের সামনে এসে মিছিল শেষ করেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিাত হয়।

মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম আশরাফ, সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন ইসলাম, যুগ্ম আহবায়ক সিহাব, শাওন, রানা, রেকাত, সৈকত, ফিরোজ, জুবায়ের ও আল আমিন সদস্য রুপক ও বাবু, বোয়ালিয়া থানা (পশ্চিম) কৃষক দল আহ্বায়ক শামীম, বোয়ালিয়া থানার (পূর্ব) আহ্বায়ক অপু, রাজপাড়া থানার আহ্বায়ক ডাবলু শামুখদুম থানার আহ্বায়ক সাজু, মতিহার থানা (দক্ষিণ) আহ্বায়ক সুমন, চন্দ্রিমা থানার আহ্বায়ক মুনু ও কাশিয়াডাঙ্গা থানার আহ্বায়ক রমজান।
আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পশ্চিম) সদস্য শিবু, পর্বের সদস্য সচিব পলাশ, রাজপাড়া থানা সদস্য সচিব টিটু, শামুখদুম থানার সদস্য সচিব মিজান, মতিহার থানা সদস্য সচিব লিটন, চন্দ্রিমা থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ ও কাশিয়া ডাঙ্গা থানার সদস্য সচিব মুরাদ, তাঁতি দলের সভাপতী কাজল ও সাধারণ সম্পাদক মিলসহ মহানগর, থানা ও সকল ওয়ার্ডের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

