17.8 C
Rajshahi
Saturday, December 13, 2025
spot_imgspot_imgspot_img

রংপুরে টাকার লোভে স্ত্রীসহ মুক্তিযোদ্ধাকে হত্যা

অনলাইন ডেস্কঃ রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়কে টাইলস মিস্ত্রি মোরছালিন ইসলাম (২৩) টাকার লোভে হত্যা করেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে মোরছালিনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার যুবক এলাকার রুহুল আমিনের ছেলে। কিছুদিন আগে সে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে টাইলস মিস্ত্রির কাজ করেছে। বাড়িতে অনেক টাকা পয়সা রয়েছে এমন লোভে পরে ওই দম্পতিকে হত্যা করা হয়। পুলিশ প্রাথমিক ভাবে এমনটাই ধারণা করছে। পুলিশ বলেছে গ্রেফতার মোরছালিন হত্যার দায় স্বীকার করেছে। হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রয়োজন হলে তাকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি মোরছালিন বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে টাইলস লাগানোর কাজ করেন কিছুদিন আগে। গত শনিবার রাতে গোপনে বাড়িতে প্রবেশ করে মুক্তিযোদ্ধা দম্পতিকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। রবিবার সকালে উপজেলার রহিমাপুর খিয়ারপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশ মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেন। উক্ত ঘটনায় মুক্তিযোদ্ধার বড় ছেলে শোভেন চন্দ্র রায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মোরছালিনকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে মোরছালিনকে নিয়ে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্রের বাড়ির পাশে পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকার লোভে এই হত্যাকাণ্ড হয়েছে। তবে কোন টাকা নিতে পারেনি। গ্রেফতারকৃত যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Math Captcha
56 − = 50


কোরআনের বাণী

spot_imgspot_imgspot_imgspot_img

সংযুক্ত থাকুন

0FansLike
1,104FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ