
শীতকাল এলেই সাধারণত দেশের বাজারগুলো নানা সবজিতে ভরে ওঠে এবং দামও ক্রেতাদের স্বস্তি দেয়। কিন্তু এবার দৃশ্যটা সম্পূর্ণ উল্টো। শীতের মৌসুম শুরু হলেও সবজির বাজার এখনো ক্রেতাদের জন্য ‘গরম’ই রয়ে গেছে। বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে, এবং কিছু সবজির দাম তো একশো টাকাও পেরিয়ে গেছে।
শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে দেখা যায়, প্রতিপিস মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এছাড়াও, প্রতি কেজি গোল বেগুন ৮০ টাকা, মুলা ৪০ টাকা, ঝিঙা ৮০ টাকা, করলা ১০০ টাকা, শসা ৮০ টাকা, গাজর ৮০ টাকা, শালগম ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, শিম ৬০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা এবং পেঁপে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এর মধ্যে বরবটি ১০০ টাকা, এবং নতুন আলু ১২০ টাকা ও পেঁয়াজের ফুল ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা অনেক ক্রেতা সবজির এই চড়া দামে হতাশা প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, শীত শুরু হলে দেশজুড়ে সবজির দাম কমে আসার কথা থাকলেও এবার উল্টোভাবে দাম আরও বেড়েছে। তবুও তাদের বাধ্য হয়ে বেশি দামে এসব সবজি কিনতে হচ্ছে।
অন্যদিকে ব্যবসায়ীরা এই দাম বৃদ্ধির কারণ হিসেবে সবজির সরবরাহ ঘাটতিকে দায়ী করছেন। তারা বলছেন, কিছুদিন আগের বৃষ্টিতে ক্ষেতে থাকা বহু সবজির গাছ নষ্ট হয়ে গেছে। এর ফলে ফলন কমে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে এবং এর সরাসরি প্রভাব পড়েছে দামে।

