24.3 C
Rajshahi
Tuesday, January 13, 2026
spot_imgspot_imgspot_img

নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান

বিনোদন ডেস্কঃ রোমান্টিক গানের জন্য বেশ জনপ্রিয় ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। দ্বৈত কণ্ঠে তারা উপহার দিয়েছেন বেশ কিছু মিষ্টিমধুর গান। এবার এই দুই শিল্পী গাইলেন ‘আমি পাথরে ফুল ফোটাব’ গানটি।

১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘শেষ ঠিকানা’ সিনেমায় ব্যবহৃত হয়েছিল এ গানটি। এটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর। মিল্টন খন্দকারের লেখা গানটির সুর ও সংগীত করেছিলেন আলম খান। ইমরান-ন্যান্সির গাওয়া নতুন ভার্সনে ব্রিজ লাইন হিসাবে ব্যবহার করা হয়েছে আমি পাথরে ফুল ফোটাব গানের প্রথম দুই লাইন। তাই গানের শিরোনাম দেওয়া হয়েছে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’।

‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’ গানটি লিখেছেন আহমেদ রিজভী। সংগীত করেছেন ইমরান। ইতিমধ্যে ইমরানের স্টুডিওতে সম্পন্ন হয়েছে রেকর্ডিং। ইমরান মাহমুদুল বলেন, ‘আমি পাথরে ফুল ফোটাব’ একটি জনপ্রিয় গান। সেই গানের হুক লাইনটি ব্যবহার করে নতুন করে লেখা হয়েছে। এই গান দিয়ে অনেক দিন পর ন্যান্সি আপুর সঙ্গে গাইলাম। শেষ আমরা দুজনে গেয়েছিলাম ‘লিপস্টিক’ সিনেমার ‘নিন্দুকে’ গানটি। আশা করছি নতুন গানটিও সবার ভালো লাগবে।

গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, আমি পাথরে ফুল ফোটাবো গানটি শ্রোতার অনেক পছন্দের। নতুন গানটির কথা অসাধারণ। শ্রোতারা এমন গানের জন্যই অপেক্ষা করেন। এটি নিয়ে শ্রোতামহলে ইতোমধ্যে তৈরি হয়েছে প্রত্যাশা। আশা করছি, নতুন আয়োজনের গানের হুকলাইনটিও শ্রোতার ভালো লাগবে।

শেষ ঠিকানা সিনেমায় আমি পাথরে ফুল ফোটাব গানটিতে ঠোঁট মিলিয়েছিলেন অমিত হাসান। তার সঙ্গে ছিলেন শাবনূর। এবার বড় আয়োজনে মালয়েশিয়াতে হবে গানের ভিডিওর শুটিং। বানাবেন সৈকত রেজা। সব কিছু ঠিক থাকলে আগামী মাসে হবে শুটিং। তার আগেই চূড়ান্ত করা হবে গানের মডেল। নতুন বছর উপলক্ষে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Math Captcha
59 − = 51


কোরআনের বাণী

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বশেষ সংবাদ