
নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের রাজশাহী জেলা শাখার সভাপতি এবং ‘সময়ের কাগজ‘-এর স্টাফ রিপোর্টার আকাশ সরকারের পিতা, বিশিষ্ট ব্যবসায়ী মুনতাজ সরকার বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
বায়া বাজারের একজন প্রতিষ্ঠিত ধানের আড়তদার হিসেবে মুনতাজ সরকার এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে, অসংখ্য নাতি–নাতনি এবং গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বাদ জুম্মা ভুগরইল ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেখানেই পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
মুনতাজ সরকারের প্রয়াণে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল পর্যায়ের সাংবাদিক নেতারা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

