18.2 C
Rajshahi
Tuesday, January 13, 2026
spot_imgspot_imgspot_img

জাসাস মতিহার থানা কমিটি ঘোষণা: নেতৃত্বে মিলন-ইকবাল

উজ্জ্বল আলী, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর রাজশাহী মহানগর শাখার অধীনে আজ একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদক্ষেপ হিসেবে মতিহার থানা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন কমিটি সাংস্কৃতিক এবং সামাজিক কার্যক্রমকে আরও বেশি বেগবান করবে।

নবগঠিত এই কমিটিতে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের একটি ফলপ্রসূ সমন্বয় ঘটানো হয়েছে। মোট ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে মোঃ আল-আমিন (মিলন)-কে সভাপতি এবং মোঃ ইকবাল হোসেন-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটির সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দায়িত্বে এসেছেন মোঃ উজ্জ্বল আল আরিফ যিনি সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও, মোঃ ইমামুল হক মিম, মোঃ আমিনুল ইসলাম ও মোঃ হাবিবুর রহমান সহ-সভাপতি পদে এসেছেন।

সাংগঠনিক গতি বৃদ্ধি করতে মোঃ সবুজ আক্তার, মোঃ খালেদ হাসান মিলু ও মোঃ রোহান-কে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন মোঃ আব্দুল জামিল রনি, এবং তার সহযোগী হিসেবে মোঃ আব্দুল মালেক সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে রয়েছে প্রচার সম্পাদক হিসেবে মোঃ আক্তার হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে মোঃ সাব্বির এবং সহ দপ্তর সম্পাদক হিসেবে মোঃ আতিকুর রহমান। এছাড়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ সালাম হোসেন এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ রাশেদ মনোনীত হয়েছেন।

কমিটির অনুমোদনপত্রে জাসাস, রাজশাহী মহানগরের আহবায়ক এডভোকেট মোঃ রজব আলী এবং সদস্য সচিব মোঃ সেলিম রেজা স্বাক্ষর করেছেন।

সংগঠনের নেতারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এই কমিটি রাজশাহী মহানগর এলাকায় জাসাস-এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ও দৃঢ় ভূমিকা রাখবে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Math Captcha
72 + = 74


কোরআনের বাণী

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বশেষ সংবাদ