20.9 C
Rajshahi
Monday, November 17, 2025
spot_img

৪ হাজার কোটির সম্পত্তি পুরোটাই দান করেছেন জ্যাকি চ্যান!

বিশ্বজুড়ে তার কোটি কোটি অনুরাগী, অ্যাকশন সিনেমার জগতে তিনি এক কিংবদন্তি। পর্দায় তাকে দেখলেই আপ্লুত হন দর্শকরা। ভাবছেন কার কথা বলছি? বলছি নব্বইয়ের দশকের অগণিত সিনেমাপ্রেমীর সবচেয়ে প্রিয় তারকা, অনবদ্য অভিনেতা জ্যাকি চ্যানের কথা! কিন্তু তার অভিনয় বা সিনেমার কথা নয়, বরং তার এক বিস্ময়কর সিদ্ধান্ত সম্প্রতি তোলপাড় ফেলেছে ভক্তমহলে।

জ্যাকি চ্যান, যিনি শুধু একজন অসাধারণ অভিনেতাই নন, একজন অসাধারণ মানুষও বটে। মানবিকতার নানা কাজে তার অংশগ্রহণ এবং দানশীলতার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। আর এবার তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তা সত্যিই অভাবনীয়। জ্যাকি চ্যান তার ৪ হাজার কোটি টাকার বিশাল সম্পত্তি দান করার ঘোষণা দিয়েছেন! তবে এর পেছনের কারণটিই আরও চমকপ্রদ।

নিজের এত বিপুল সম্পত্তি জ্যাকি চ্যান দান করছেন ছাত্রছাত্রীদের পড়াশোনার উদ্দেশ্যে, যা তার পরিচালিত একটি অলাভজনক সংস্থার মাধ্যমে পরিচালিত হবে। সমাজের প্রান্তিক মানুষ ও শিক্ষার্থীদের আর্থিক সাহায্য করাই এই সংস্থার মূল লক্ষ্য। কিন্তু এই ঘোষণার সবচেয়ে চাঞ্চল্যকর দিকটি হলো, জ্যাকি চ্যান তার নিজের ছেলে, জ্যাসি চ্যানকে এই সম্পত্তির এক কানাকড়িও দেবেন না!

গত বছর একটি অনুষ্ঠানে জ্যাকি চ্যান মৌখিকভাবে এই ঘোষণা দিয়েছিলেন, যা ভারতীয় গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়েছিল। তিনি জানিয়েছিলেন, তার ছেলে এই সম্পত্তির কোনো অংশ পাবে না, বরং পুরোটা দান করা হবে তার অলাভজনক সংস্থাকে। কিন্তু কেন নিজের সন্তানকে বঞ্চিত করলেন এই জনপ্রিয় অভিনেতা? জ্যাকি চ্যান এর পেছনে একটি সুদৃঢ় যুক্তি তুলে ধরেছেন।

জ্যাকি চ্যান বলেছেন, যদি আমার ছেলের মধ্যে মেধা থাকে, তবে সে নিজেই অর্থ উপার্জন করতে পারবে। আর যদি না থাকে, তাহলে আমার সম্পত্তি পেলে সে তা কেবল নষ্টই করবে। তার এই ঘোষণার পর থেকেই ভক্তমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন, আবার অনেকে এর কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

জ্যাকি চ্যানের ছেলে জ্যাসি চ্যানের বয়স এখন ৪৩ বছর। বাবার মতো তিনিও চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত। গায়ক, অভিনেতা, পরিচালক। বিভিন্ন ভূমিকায় তাকে দেখা গেলেও, বাবার মতো আকাশছোঁয়া জনপ্রিয়তা তিনি অর্জন করতে পারেননি। যদিও জ্যাকি চ্যান মৌখিকভাবে এই ঘোষণা দিলেও, আনুষ্ঠানিকভাবে তিনি এই কাজ সম্পন্ন করেছেন কিনা, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

জ্যাকি চ্যানের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। সম্পত্তি এবং পারিবারিক উত্তরাধিকার নিয়ে তার এই দৃষ্টিভঙ্গি নতুন করে অনেক প্রশ্ন তুলছে। তার এই পদক্ষেপ সত্যিই কার্যকর হলে, তা বিশ্বজুড়ে দৃষ্টান্ত স্থাপন করবে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Math Captcha
+ 43 = 45


কোরআনের বাণী

spot_imgspot_imgspot_imgspot_img

সংযুক্ত থাকুন

0FansLike
1,079FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ