24.3 C
Rajshahi
Tuesday, January 13, 2026
spot_imgspot_imgspot_img

মারধরের অভিযোগে স্বামীর বিরুদ্ধে অভিনেত্রীর মামলা, দিলেন বিচ্ছেদের ঘোষণা

বিনোদন ডেস্কঃ অস্ট্রেলীয় ব্যবসায়ী পিটার হাগকে ভালোবেসে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। এর মধ্যে কেটে গেছে ১৪ বছর। এবার স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন অভিনেত্রী। এর সঙ্গে খোরপোশ হিসেবে চেয়েছেন ৫০ কোটি টাকা। পাশাপাশি দিয়েছেন বিবাহবিচ্ছেদের ঘোষণাও।

সেলিনার অভিযোগ, দিনের পর দিন ধরে স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন তিনি। অভিযোগের পক্ষে নাকি তিনি উপযুক্ত প্রমাণও দিয়েছেন। শুধু তা-ই নয়, সেলিনার কাছ থেকে তার সন্তানদের কেড়ে নিয়েছেন বলেও অভিযোগ তোলেন অভিনেত্রী।

সেলিনা জানান, পিটার তার অর্থনৈতিক স্বাধীনতা কেড়ে নিয়েছেন। তার টাকা চুরি করেছেন, এমনও অভিযোগ সেলিনার।

অভিনেত্রী বলেন, মানুষ হিসাবে বড্ড খারাপ স্বার্থান্বেষী, নিজেরটা ছাড়া কিছু বোঝে না সে। কথায় কথায় মাথা গরম ও মদে আসক্ত। এখানেই শেষ নয়, সেলিনাকে নাকি তার স্বামী বাড়ির কাজের লোকের সঙ্গে তুলনা করতেন। অভিনেত্রীর কথায়, আমাকে বলত, আমাকে নাকি ওর কাজের লোকের মতো দেখতে। এ ছাড়া গায়ে হাত তোলা, গালিগালাজ ছিল নিত্যসঙ্গী।

আগামী ১২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হিসেবে ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত, ‘নো এন্ট্রি’, ‘অপনা সপনা মনি মনি’, ‘মনি হ্যায় তো হানি হ্যায়’, ‘থ্যাঙ্ক ইউ’-এর মতো বহু বলিউড ছবিতে কাজ করেছেন সেলিনা। এ ছাড়া তেলেগু এবং কন্নড় ছবিতেও অভিনয় করেছেন তিনি।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Math Captcha
69 − 60 =


কোরআনের বাণী

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বশেষ সংবাদ