
রাজশাহীতে আজ সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি। এমন ভেজা আবহাওয়ায় এক কাপ গরম চায়ের কদর কার না জানা! আর সেই চায়ের স্বাদ যদি হয় অসাধারণ, তাহলে তো কথাই নেই।
রাজশাহী মতিহার থানাধীন ধরমপুর পূর্বপাড়াতে অবস্থিত ভুট্টু টি স্টলে আজ সকালে হয়ে উঠেছিল চা-প্রেমীদের একমাত্র আশ্রয়স্থল।
সকাল থেকে একটানা বৃষ্টির কারণে যখন রাস্তাঘাট শুনশান, তখন ভুট্টুর দোকানে দেখা গেছে ভিন্ন চিত্র। গরম চায়ের মিষ্টি গন্ধ আর ধোঁয়াটে পরিবেশ যেন এক অন্যরকম আবেশ তৈরি করেছে।
দোকানি ভুট্টু মিয়া জানান, বৃষ্টির দিনগুলোতে তাঁর দোকানে চায়ের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। তিনি বলেন, “আমার চায়ের বিশেষত্ব হলো এর সুগন্ধ আর টাটকা দুধের ব্যবহার। বৃষ্টির দিনে মানুষ একটু ভিন্ন কিছু চায়, আর আমি চেষ্টা করি তাদের সেই চাহিদা পূরণ করতে।”
নিয়মিত ক্রেতা হকমান সাহেব জানান, “বৃষ্টির সকালে ভুট্টুর দোকানে এক কাপ চা না খেলে যেন দিনটাই শুরু হয় না। ওর হাতের চায়ে একটা আলাদাই জাদু আছে।”
অন্য এক ক্রেতা বলেন, “ভুট্টুর দোকানের চায়ে চুমুক দিতেই মনটা ভালো হয়ে গেল। বৃষ্টির দিনে এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না।”
সত্যিই, এমন বৃষ্টিভেজা সকালে ভুট্টুর দোকানের গরম চা যেন এক টুকরো স্বস্তির পরশ। যারা আজ সকালে উষ্ণ চায়ের সন্ধানে ছিলেন, ভুট্টুর দোকান তাদের জন্য ছিল এক আদর্শ ঠিকানা।

