
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন সম্পন্ন হয়েছে। এবারই প্রথমবারের মতো লটারির মাধ্যমে এসব গুরুত্বপূর্ণ পদায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে, লটারির আগে বিভিন্ন ইউনিট প্রধানের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ পরিদর্শকদের একটি তালিকা সংগ্রহ করা হয়। সেই তালিকার ভিত্তিতেই লটারির মাধ্যমে পদায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। লটারিতে নির্বাচিত ৫২৭ জন কর্মকর্তার তালিকায় ‘প্রস্তাবিত’ উল্লেখ করা হয়েছে।
দেশের বিভিন্ন রেঞ্জে জেলা পর্যায়ের মোট ৫২৭টি থানায় এই লটারি প্রক্রিয়া প্রযোজ্য হয়েছে। ঢাকা রেঞ্জে ১৩টি জেলায় ৯৮ জন, চট্টগ্রাম রেঞ্জে ১১টি জেলায় ১১১ জন, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ জন, ময়মনসিংহ রেঞ্জের ৪টি জেলায় ৩৬ জন, বরিশাল রেঞ্জের ৬টি জেলায় ৪৬ জন, সিলেট রেঞ্জের ৪টি জেলায় ৩৯ জন, রাজশাহী রেঞ্জে ৮টি জেলায় ৭১ জন এবং রংপুর রেঞ্জের ৮টি জেলার ৬২ জন ওসিকে পদায়ন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি থানা রয়েছে। তবে মেট্রোপলিটন এলাকার কোনো থানায় এই লটারি প্রক্রিয়া প্রযোজ্য হয়নি। সদর দপ্তর আরও জানিয়েছে যে, মেট্রোপলিটন এলাকার থানাগুলোতে সংশ্লিষ্ট কমিশনাররা অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, এর আগে গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছিল।
Discover more from Shadhin Janapad
Subscribe to get the latest posts sent to your email.


