20.9 C
Rajshahi
Monday, November 17, 2025
spot_img

প্রশাসকের পদত্যাগ দাবিতে নরদাশ ইউপিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

সোহেল রানা, বাগমারা প্রতিনিধি: বাগমারার নরদাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) দায়িত্বপ্রাপ্ত প্রশাসক এবং উপজেলা আইসিটি কর্মকর্তা তাজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বিভিন্ন গ্রামের নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়া সাধারণ জনগণ এই কর্মসূচী পালন করেন।

বৃহস্পতিবার নরদাশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে ইউপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অংশ নেন আন্দোলনকারীরা।

বক্তাদের অভিযোগ: প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- ইউপির সাবেক সদস্য সেলিম রেজা, ইউপি’র দায়িত্বপ্রাপ্ত সচিব আব্দুল জলিল, নরদাশ গ্রামের বাসিন্দা মামুনুর রশিদ মামুন, হাট মাধরগর গ্রামের নওশাদ আলী, ব্যবসায়ী ওয়াসিম আলী ও মকসেদ আলীসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোনের মুখে আ.লীগ সরকারের পতনের পর এই ইউনিয়নের চেয়ারম্যান ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল গ্রেফতারের ভয়ে আত্মগোপন করেন। এরপরে ইউনিয়নবাসীর সেবা নিশ্চিত করতে ইউপি সদস্য রফিকুল ইসলামকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ পন্থী কয়েকজন ইউপি সদস্যের ষড়যন্ত্রে প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলামের পরিবর্তে উপজেলা আইসিটি কর্মকর্তা তাজরুল ইসলামকে এই ইউপিতে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়।

ছয় মাসেও কার্যালয়ে আসেননি প্রশাসক: বক্তারা আরও অভিযোগ করেন, আইসিটি কর্মকর্তা তাজরুল ইসলামকে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হলেও প্রায় ছয় মাস অতিবাহিত হয়েছে। অথচ তিনি আজ পর্যন্ত একদিনের জন্যও ইউপি কার্যালয়ে আসেননি।

সেবা বঞ্চিত নাগরিকরা: ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বিউটি খাতুন, সেফালি বেগম ও শ্যামলী আক্তার অভিযোগ করেন, তারা তাদের শিশু সন্তানের জন্ম সনদ নেওয়ার জন্য প্রায় তিন মাস ধরে ইউপি কার্যালয়ে ঘুরছেন। কিন্তু চেয়ারম্যান না থাকায় আজও তারা তাদের সন্তানের জন্ম সনদ পাননি। জন্ম সনদের অভাবে তাদের সন্তানরা কিছুদিন আগে টাইফয়েডের টিকা থেকেও বঞ্চিত হয়েছে। এছাড়া নাগরিকত্ব সনদ ও ওয়ারিশান সনদসহ বিভিন্ন নাগরিক সেবা পাওয়া থেকেও ইউনিয়নবাসী বঞ্চিত রয়েছেন বলে একাধিক ব্যক্তি অভিযোগ করেন।

এই পরিস্থিতিতে ইউনিয়নবাসীর নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই ইউপিতে দ্রুত একজন প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেওয়ার জন্য দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Math Captcha
− 1 = 5


কোরআনের বাণী

spot_imgspot_imgspot_imgspot_img

সংযুক্ত থাকুন

0FansLike
1,079FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ