
নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মহানগরীর মালোপাড়া এলাকা থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন বাকপ্রতিবন্ধী মো. সালাম নামের এক যুবক। তিনি জন্মগতভাবে কথা বলতে পারেন না। গতকাল (মঙ্গলবার, ০৬ অক্টোবর) সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর থেকে তাকে খুঁজে না পাওয়ায় পরিবারে গভীর উদ্বেগ বিরাজ করছে।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়া বাকপ্রতিবন্ধী সালামের (২৬) বাসা রাজশাহী জেলার কাটাখালী থানাধীন শ্যামপুর, সাহাপুর, পানি উন্নয়ন বোর্ডের পাশে। তিনি বোয়ালিয়া থানাধীন হেতেমখা মসজিদের পাশে রাজমিস্ত্রির সহকারী হিসাবে কাজ করছিলেন। কাজ শেষ করে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মালোপাড়া এলাকা থেকে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
নিখোঁজ হওয়ার সময় যুবক সালামের সঙ্গে তাঁর ব্যবহৃত সাইকেল এবং কাজের সরঞ্জামের ব্যাগও ছিল। সন্ধ্যা গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় তার বাবা রফিকুল এবং ভাই আলাল সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেছেন। বাকপ্রতিবন্ধী এই যুবকের আকস্মিক নিখোঁজের ঘটনায় পরিবারটি বর্তমানে গভীর সঙ্কটে রয়েছে। তার সন্ধানে দ্রুত মানবিক সহযোগিতা চেয়েছেন তারা।
যদি কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে দৃশ্যমান এই বাকপ্রতিবন্ধী যুবককে দেখেন বা তার সাইকেল ও কাজের সরঞ্জামের খোঁজ দিতে পারেন, তবে দ্রুত ০১৮৬৯৫৭৯৪৬৬ নম্বরে যোগাযোগ করে পরিবারকে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। যুবককে দ্রুত খুঁজে পেতে তার সন্ধানে সকলের মানবিক সহযোগিতা বিশেষভাবে কাম্য।

