13.3 C
Rajshahi
Tuesday, January 13, 2026
spot_imgspot_imgspot_img

যুবদল নেতার হাতের রগ কাটা লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে ডান হাতের রগ কাটা অবস্থায় সাইদুল ইসলাম (২৫) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া বাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী আলফা গলির ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সাইদুল ইসলাম কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর ইউনিয়নের ধর্মসূর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি রুহিতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন।

নিহতের মামা মো. ইব্রাহিম বলেন, ‘আমার ভাগনে রাজমিস্ত্রি কাজ করত। বর্তমানে কাজ না থাকায় সে দুইদিন ধরে ভাড়ায় অটোরিকশা চালানো শুরু করে। রোববার সকালে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি। আমরা রাতে কেরানীগঞ্জ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছি। সকালে তার লাশ পাওয়া গেছে।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আকতার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে অটোরিকশাটি খুঁজে পাওয়া যায়নি। অটোরিকশা ছিনতাই করতে নাকি রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়টি পুলিশ তদন্ত করেছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় মামলা দায়ের করেনি।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Math Captcha
+ 23 = 28


কোরআনের বাণী

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বশেষ সংবাদ