18.4 C
Rajshahi
Friday, January 9, 2026
spot_imgspot_imgspot_img

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সুজা উদ্দিন ছোটন আহত

রাজশাহীর পরিচিত মুখ ও সিনিয়র সাংবাদিক সুজা উদ্দিন ছোটন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসকের পরামর্শে বর্তমানে এক মাসের জন্য বাসায় বেড রেস্টে রয়েছেন। দুর্ঘটনায় তার বাম পা ভেঙে যায়।

শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পেশাগত দায়িত্ব শেষে বাসায় ফেরার পথে রাজশাহী শহরের ফায়ার সার্ভিস মোড়ে হঠাৎ একটি সাদা রঙের মাইক্রোবাস তার মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

আহত ছোটন অভিযোগ করে বলেন, “ড্রাইভার হয়তো মদ্যপ ছিল, নয়তো এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। আমি শুধু আহত হইনি, আমার নিরাপত্তাও আজ প্রশ্নবিদ্ধ।”

ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার পায়ের হাঁটুর নিচে হাড় ভেঙে গেছে এবং তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

সাংবাদিক মহল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম, রাজশাহী জেলা শাখা সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বলেন, “সাংবাদিক ছোটনের উপর এমন রহস্যজনক দুর্ঘটনা উদ্বেগজনক। যদি এটি উদ্দেশ্যমূলক হামলা হয়ে থাকে, তবে দ্রুত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।”

তারা আরও বলেন, “সুজা উদ্দিন ছোটন একজন সৎ ও সাহসী সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। তার প্রতি এমন হামলা স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত।”

সাংবাদিক মহল ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং দোষীদের চিহ্নিত করে যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Math Captcha
96 − 90 =


কোরআনের বাণী

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বশেষ সংবাদ