16.1 C
Rajshahi
Sunday, January 11, 2026
spot_imgspot_imgspot_img

ফের মা হতে চলেছেন আলিয়া ভাট!

বলিউডে জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট আবারও মা হতে চলেছেন! ২০২২ সালের ১৪ এপ্রিল অভিনেতা রণবীর কপূরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই অভিনেত্রী। একই বছরের নভেম্বরেই জন্ম হয় তাদের কন্যা রাহা কপূরের। এবার কি তাহলে দ্বিতীয় সন্তানের পরিকল্পনায় নেমেছেন এই তারকা দম্পতি?

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার উপস্থিতি ঘিরে শুরু হয়েছে এই জল্পনা।

প্রথম দিন ড্যানিয়েল রোজ়বেরির ডিজাইন করা স্ট্র্যাপলেস সিকুইনড গাউনে হাজির হন তিনি। হালকা ও নরম কাপড়ে সূক্ষ্ম নকশা নজর কাড়লেও অনেকের চোখে লেগে যায় আলিয়ার বদলে যাওয়া শারীরিক গড়ন। অনুষ্ঠানের একাধিক মুহূর্তে দেখা যায়, আলিয়া নিজের পেট ঢাকার চেষ্টা করছেন। মাথার খোঁপা, হিরের স্টাড এবং সাজের পরিপূর্ণতা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে চলে আসে তার স্ফীত উদর।

পরদিন ‘উইমেনস্‌ ওয়ার্থ’ অনুষ্ঠানে আরমানির ডিজাইন করা গ্ল্যামারাস সিকুইনড গাউনে দেখা যায় আলিয়াকে। সেই গাউনেও স্পষ্ট হয়ে ওঠে একই রকম ইঙ্গিত, যা আরও উস্কে দেয় দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার গুঞ্জন।

এর আগে কারিনা কাপূর খান ও আনুষ্কা শর্মা দুই সন্তানের মা হয়েছেন। অনেকে মনে করছেন, আলিয়াও হয়তো একই পথে হাঁটছেন। যদিও অভিনেত্রী বা তার পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এই মুহূর্তে কান উৎসবে আলিয়ার উপস্থিতি যেমন চর্চায়, তেমনই তার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলের শেষ নেই অনুরাগীদের মধ্যে। তবে আসল সত্যতা সময়ই বলবে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Math Captcha
54 − = 44


কোরআনের বাণী

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বশেষ সংবাদ