19.5 C
Rajshahi
Tuesday, November 18, 2025
spot_img

নতুন দলগুলো পুরনো পথেই হাঁটছে বদলেছে মুখগুলো : বাঁধন

অনলাইন ডেস্কঃ নতুন দলগুলো সেই পুরনো পথেই হাঁটছে, শুধু মুখগুলো বদলেছে বলে মন্তব্য করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি।

বাঁধন লিখেছেন, ‘দেশের আসল পরিবর্তনের জন্য শুধু নতুন নেতা নয়, নতুন চিন্তাধারাও দরকার। যখন নতুন রাজনৈতিক দলগুলো উঠতে শুরু করল তখন অনেকেই আশা করেছিল এবার কিছু পরিবর্তন আসবে। নতুন ধরনের চিন্তা-ভাবনা আসবে। দেশের জন্য ভালো পরিকল্পনা হবে। কিন্তু এখন মনে হচ্ছে, সেই আশাগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে!’

তিনি লিখেন, ‘নতুন দলগুলোর অনেকেই এখন পুরনো পথেই হাঁটছে। একই কৌশল, একই ক্ষমতার খেলা। শুধু মুখগুলো বদলেছে। এটা তো আমরা চাইনি। দেশের জন্য এটার প্রয়োজন নেই। পরিবর্তন মানে শুধু এক দলকে সরিয়ে অন্য দলকে বসানো নয়। আসল পরিবর্তন তখনই আসে, যখন নতুন চিন্তা, ভালো কৌশল আর সৎ নেতৃত্ব থাকে। এটা কোনো নির্দিষ্ট দলের প্রতি অভিযোগ নয়। এটা সবার যারাই রাজনীতিতে আছেন।’

অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমরা যদি সত্যিই দেশকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের ভিন্নভাবে কাজ করতে হবে। ক্ষমতা অর্জনই যেন একমাত্র লক্ষ্য না হয়। অগ্রগতিই হোক লক্ষ্য। আর সেই অগ্রগতি আসে বিচক্ষণ ব্যক্তির সিদ্ধান্ত থেকে। আমরা যদি আবারও পুরনো পথ ধরি তাহলে পুরনো ফল পাব। আমরা ভালো কিছু চাই। আর ভালো কিছুর শুরুটা হয় নতুন চিন্তা থেকে। ’

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Math Captcha
21 − 19 =


কোরআনের বাণী

spot_imgspot_imgspot_imgspot_img

সংযুক্ত থাকুন

0FansLike
1,080FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ