রাজশাহীর পবা উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক যুবককে বিষাক্ত চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার সাপ কামড় দিলেও, তিনি সাহসের সঙ্গে সেই সাপটিকে ধরে নিজেই হাসপাতালে হাজির হয়েছেন। যুবকের এই অবিশ্বাস্য কাণ্ডে হতবাক হয়ে গেছেন চিকিৎসক ও স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে রোববার (৭ সেপ্টেম্বর) পবা সিটি হাটের নিচের একটি গ্রামে। জানা যায়, এক যুবককে ভয়ঙ্কর রাসেলস ভাইপার কামড় দিলে তিনি বিন্দুমাত্র আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিকভাবে সাপটিকে ধরে ফেলেন। এরপর তিনি নিজের অটোরিকশা চালিয়ে সাপসহ সোজা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চলে আসেন।
হাসপাতালে এই দৃশ্য দেখে কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা প্রথমে হতভম্ব হয়ে যান। তবে দ্রুত পরিস্থিতি সামলে নিয়ে তারা তাৎক্ষণিকভাবে যুবককে সাপের অ্যান্টিভেনম ইনজেকশন দেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে তিনি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
স্থানীয়দের মধ্যে এই ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার ছবিগুলোতে নেটিজেনরা ওই যুবকের সাহসিকতার প্রশংসায় মেতেছেন। অনেকে তাকে 'রিয়েল হিরো' বলে আখ্যা দিয়েছেন।
চিকিৎসকদের মতে, রাসেলস ভাইপারের মতো বিষাক্ত সাপের কামড়ে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। এই যুবক যে সাহসিকতা দেখিয়েছেন, তা বিরল। তবে একইসঙ্গে তারা সতর্ক করে বলেছেন, বিষাক্ত সাপের কামড় খাওয়ার পর সাপকে ধরার চেষ্টা করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এতে আরও বেশি ক্ষতির ঝুঁকি থাকে।
প্রসঙ্গত, চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার দক্ষিণ এশিয়ার অন্যতম মারাত্মক সাপ, যার বিষ অত্যন্ত শক্তিশালী। সময়মতো এন্টিভেনম ইনজেকশন না দিলে রোগীর জীবন বিপন্ন হতে পারে। এই সাপের বিষ রক্ত জমাট বাঁধার ক্ষমতা নষ্ট করে, শরীরের টিস্যু ধ্বংস করে এবং কিডনি বিকল করে দিতে পারে।