
বিনোদন ডেস্কঃ দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, যিনি তাঁর অভিনয় এবং পর্দায় ঝলমলে উপস্থিতির জন্য ভক্তদের হৃদয়ে ঝড় তোলেন, তিনি কি এবার নতুন প্রেমে মজেছেন? এমনটাই গুঞ্জন ছড়িয়েছে বিনোদন জগতে। গুঞ্জন সত্যি হলে, সামান্থার নতুন সঙ্গী আর কেউ নন, জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরু। তাঁদের ঘিরে প্রেমের গুঞ্জন দিন দিন ডালপালা মেলছে, আর তাঁদের ঘন ঘন একসঙ্গে দেখা যাওয়া সেই গুঞ্জনকে আরও জোরদার করছে।
বিচ্ছেদের পর নাগা চৈতন্য যখন নতুন করে সংসার পেতেছেন, তখন সামান্থা নিজেকে অনেকটাই গুটিয়ে রেখেছিলেন। তবে সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবনে নতুন বসন্তের ছোঁয়া লেগেছে বলে মনে করছেন অনেকে। বিভিন্ন সময়ে সামান্থা এবং রাজকে একসঙ্গে দেখে ভক্তদের মনেও তৈরি হয়েছে কৌতূহল।
সম্প্রতি দুবাইয়ে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন সামান্থা ও রাজ। সামান্থা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় তিনি বিভিন্ন মুহূর্ত উপভোগ করছেন। সেই ভিডিওর একটি দৃশ্যে এক পুরুষের হাত ধরে থাকতে দেখা যায় তাঁকে। যদিও পুরুষের মুখ স্পষ্ট ছিল না, তবে তাঁর পোশাক-আশাক দেখে অনেকেই অনুমান করেছেন তিনি রাজ নিদিমোরু।
শুধু দুবাই নয়, এর আগেও তাঁদের একাধিকবার একসঙ্গে দেখা গেছে। কখনো তাঁরা একসঙ্গে সিনেমা দেখছেন, কখনো কোনো অনুষ্ঠানে হাজির হচ্ছেন, আবার কখনো বিমানে পাশাপাশি বসে হাসিমুখে গল্প করছেন। সামান্থার একটি ছবিতে রাজের কাঁধে মাথা রেখে তাঁকে হাসতে দেখে ভক্তরা দারুণ খুশি।
মে মাসে সামান্থার পোস্ট করা কিছু ছবিতেও তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের আভাস পাওয়া গিয়েছিল, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। জুলাই মাসে তাঁদের যুক্তরাষ্ট্র সফরেও দেখা যায়। মিশিগান সিটিতে রাজকে সামান্থার কাঁধে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা গেছে। এই সব ঘটনা তাঁদের গভীর সম্পর্কের দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন অনুরাগীরা।
সামান্থার ভক্তরা এই নতুন গুঞ্জনে দারুণ আনন্দিত। অনেকেই জানতে চাইছেন, কবে তাঁরা আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্পর্কের কথা ঘোষণা করবেন। কেউ কেউ তো তাঁদের দ্রুত বিয়ের পরামর্শও দিচ্ছেন। তবে এই জুটি তাঁদের সম্পর্ক নিয়ে এখনো পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন। তাঁরা তাঁদের ব্যক্তিগত জীবনকে গোপন রাখতেই বেশি স্বচ্ছন্দ বলে মনে হচ্ছে। এখন দেখার বিষয়, এই গুঞ্জন সত্যি হয় কিনা, নাকি তাঁরা নিছকই বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখছেন। তবে তাঁদের এই রসায়ন যে ভক্তদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে, তা বলার অপেক্ষা রাখে না।