

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দু'পক্ষের দ্বন্দ্বের জেরে রাজশাহীতে সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী সাংবাদিকদের বাধা প্রদান এবং সরাসরি হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরএমজেএ)।
গতকাল রাতে সংগঠনের সভাপতি মোস্তাফিজ রকি এবং সাধারণ সম্পাদক বারিউল আলম শান্ত এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান।
বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, রাজশাহীতে এনসিপির দুই নেতা সংবাদমাধ্যমকে যে হুমকি দিয়েছেন, তা স্বাধীন সাংবাদিকতার ঘোর প্রতিবন্ধক। এমন ঘটনায় গণমাধ্যম কর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। নেতৃবৃন্দ অঙ্গীকার করেন যে সাংবাদিকদের সুরক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে আরএমজেএ বদ্ধপরিকর। তাঁরা হুশিয়ারি দেন, "আমরা অতীতেও এ ধরনের অযাচিত ও অন্যায় হস্তক্ষেপ মেনে নেইনি, এখনও মেনে নেব না।"
বিবৃতিতে আরএমজেএ আরও দাবি করে, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা ও হুমকি প্রদানকারী জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব শোয়েব আহমেদ এবং মুখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবির বিরুদ্ধে এনসিপি-কে অবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে এবং তাঁদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, এর আগে সোমবার বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা শাখার সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের ডাকে সংবাদ সম্মেলন চলছিল। সেই সময় হঠাৎ করেই শোয়েব ও মেহেদীসহ বেশ কয়েকজন নেতা সম্মেলনস্থলে প্রবেশ করেন এবং সাংবাদিকদের আটকে তালা মেরে রাখার হুমকি দেন। একইসঙ্গে তাঁরা সংবাদ সংগ্রহেও বাধা প্রদান করেন বলে অভিযোগ ওঠে।