অনলাইন ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিয়ের প্রথম রাতে নবদম্পতির বাসরঘরে ঘটল এক মর্মান্তিক ঘটনা। নববধূ মোরশেদা আক্তার (২০) তার স্বামী নজরুল ইসলামের (২৫) গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। এর আগে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এই ঘটনা ঘটে।
কী ঘটেছিল সেই রাতে?
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সামাজিকভাবে পাইকা গ্রামের ময়নুল শেখের ছেলে নজরুল ইসলাম পার্শ্ববর্তী মাঠেরহাট রাজনগর গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে মোরশেদা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর রাতে নববধূকে বাড়িতে নিয়ে আসা হয়। সাজানো বাসরঘরে এই নবদম্পতি অবস্থান করছিলেন।
হঠাৎই নজরুলের আর্তচিৎকারে পরিবারের সদস্যরা ছুটে যান এবং তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। জানা যায়, মোরশেদা ধারালো ব্লেড দিয়ে নজরুলের গোপনাঙ্গ কেটে দিয়েছেন। গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান জানান, বিয়ের রাতেই এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"