মেহেদী হাসান, নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল (বিএনপি), রাজশাহী মহানগর শাখার অধীনস্থ মতিহার থানা শাখার সাংগঠনিক কার্যক্রমকে জোরদার করতে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আজ ২৬/০৯/২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত এক কর্মী সভায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আসে।
মহানগর তাঁতী দলের সভাপতি মোঃ মোশারফ হোসেন কাজল এবং সাধারণ সম্পাদক মোঃ মিলন শেখ-এর স্বাক্ষরে পূর্বের কমিটি বিলুপ্ত করে ১১ সদস্য বিশিষ্ট রেগুলার (আংশিক) কমিটি অনুমোদন করা হয়। নতুন এই কমিটিতে যাঁরা পদ পেয়েছেন, তাঁদের নাম ও পদবি নিম্নরূপ:
| ক্রমিক নং | নাম | পদবি |
| ১. | মোঃ বকুল | সভাপতি |
| ২. | মোঃ পারভেজ হোসেন | সিনিয়র সহ-সভাপতি |
| ৩. | মোঃ সোহেল আলী | সহ-সভাপতি |
| ৪. | মোঃ আকাশ | সহ-সভাপতি |
| ৫. | মোঃ চাঁন মিয়া | সহ-সভাপতি |
| ৬. | মোঃ মঞ্জুর রহমান | সাধারণ সম্পাদক |
| ৭. | মোঃ সাজু আলী (ডালিম) | যুগ্ম সাধারণ সম্পাদক |
| ৮. | মোঃ সাগর | যুগ্ম সাধারণ সম্পাদক |
| ৯. | মোঃ মোজাম্মেল হক | সাংগঠনিক সম্পাদক |
| ১০. | মোঃ বাদশা আলী | দপ্তর সম্পাদক |
| ১১. | মোঃ রাকিবুল ইসলাম | প্রচার সম্পাদক |
কমিটি ঘোষণার লক্ষ্যে, বিকেল ৪:০০ ঘটিকায় মতিহার থানা তাঁতী দলের উদ্যোগে ধরমপুর পূর্বপাড়া ঈদগাহ ময়দানে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ মিলন শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর তাঁতী দলের সভাপতি মোঃ মোশারফ হোসেন কাজল। প্রধান বক্তা ছিলেন কৃষক দল রাজশাহী মহানগর-এর আহ্বায়ক মোঃ শরফুজ্জামান শামীম। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন কৃষক দল রাজশাহী মহানগর-এর সদস্য সচিব মোঃ আশরাফুল ইসলাম আশরাফ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আল আমিন ইসলাম, মহানগর তাঁতী দলের সিনিয়র সহ সভাপতি মোঃ বিপুল, সহ-সভাপতি মোঃ মারুফ মোহাম্মাদ নেওয়াজ সিয়াম, সহ-সভাপতি মোঃ রজব আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ বিপ্লব হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ইলিয়াস আহম্মেদ, প্রচার সম্পাদক মোঃ মিলটন দেওয়ান এবং রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (শহিদ)।
সভায় নবনির্বাচিত কমিটির নেতাদের অভিনন্দন জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই নতুন কমিটি তৃণমূল পর্যায়ে দলের সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করবে।