
দ্বীনি শিক্ষা, আত্মিক পরিশুদ্ধি ও পবিত্র কুরআনের শাশ্বত মর্মবাণী জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়ার মহৎ লক্ষ্যে ধরমপুর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে এক সুবিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর ২০২৫, রোজ বৃহস্পতিবার, বাদ আছর থেকে এই বরকতময় মাহফিল অনুষ্ঠিত হবে।
ইসলামিক জ্ঞান পিপাসুদের পদচারণায় মুখরিত হতে যাওয়া এই মাহফিলের স্থান নির্ধারণ করা হয়েছে ধরমপুর পূর্বপাড়া ট্যালেন্ট কিডার গার্ডেন স্কুল মাঠে। (ম্যাপে ক্লিক করে আপনি সহজে মাহফিলের স্থানে পৌঁছানোর পথ খুঁজে নিতে পারেন সহায়ক লিংক: ট্যালেন্ট কিন্ডার গার্টেন ম্যাপ)
এবারের মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে মূল্যবান তাফসীর পেশ করবেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত ও জনপ্রিয় আলোচক, হাফেজ ক্বারী মাওঃ মোশতাক আহমদ। তিনি বর্তমানে কাশফুল কুরআন ফাউন্ডেশনের পরিচালক এবং বাইতুন নাজাত জামে মসজিদের সম্মানিত খতীব হিসেবে দায়িত্ব পালন করছেন।
দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আলহাজ্জ মুফতি আব্দুল হাকিম দ্বারিয়াপুরী, যিনি আর.ডি.এ মার্কেট জামে মসজিদ, সাহেব বাজার, রাজশাহীর ইমাম ও খতীব।
এছাড়াও তৃতীয় বক্তা হিসেবে ওয়াজ পেশ করবেন প্রাজ্ঞ আলেম মাওলানা এ.এইচ.এম. রাশিদুল ইসলাম (পাবনা)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে বি.এ (অনার্স) সম্পন্ন করেছেন এবং বর্তমানে মতিহারের লিচু বাগান জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
আয়োজকদের পক্ষ থেকে বিশেষভাবে জানানো হয়েছে, মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসলিম মা-বোনদের জন্য পর্দার পূর্ণ মর্যাদা বজায় রেখে স্বতন্ত্রভাবে বসার সু-ব্যবস্থা রাখা হয়েছে। ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনেদের প্রতি এই পবিত্র মাহফিলে দলে দলে উপস্থিত হয়ে কুরআনের আলোচনা শোনা এবং অশেষ সওয়াব হাসিল করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

